টাঙ্গাইলে নদীতে ডু্বে নিহত ও নিখোঁজদের পরিবারের পাশে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ
টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে ডু্বে নিহত কিশোরী ও নিখোঁজ সহোদর দুই বোনের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। সোমবার (৬ অক্টোবর) টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আহসান হাবিব মাসুদের নেতৃত্বে জেলা, সদর উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ শোকাহত পরিবারের খোঁজ খবর নেন।
নেতৃবৃন্দ কিশোরীদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এসসময় নিহতের আত্মার মাগফেরাত কামনা এবং নিখোঁজদের যাতে খোঁজ মেলে সেজন্য দোয়া করেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চারাবাড়ি ঘোষপাড়া গ্রামে বিয়ের অনুষ্ঠানে এসে গত শনিবার (৪ অক্টোবর) দুপুরে ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে ৩ কিশোরী নিখোঁজ হয়। এদের মধ্যে একজনের লাশ উদ্ধার হয়েছে বাকি দুজনের লাশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।





আপনার মতামত লিখুন
Array