জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্য ধারণ করে টাঙ্গাইল মধুপুরে
জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিয়ষক কার্যালয় বাংলা-জার্মান সম্প্রীতি এর সহযোগীতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা,
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস,
উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আক্তার মাসুদা, উপজেলা তথ্য কর্মকর্তা সপ্না কর্মকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক উপস্থিত ছিলেন
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইফুল ইসলাম।
আলোচনা শেষে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি দৈনিক প্রগতির আলোওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আমরা এই সংবাদে কোনো প্রকার বিকৃতি, ভুল তথ্য সংযোজন বা বিভ্রান্তিকর পরিবর্তন করিনি। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।