টাঙ্গাইলে ইসলামী আন্দোলন সদর থানা কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
টাঙ্গাইলে ইসলামী আন্দোলন সদর থানা কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল সদর থানার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে টাঙ্গাইল শহরের মক্কা টাওয়ারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল সদর থানার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম রাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও এমপি মনোনীত প্রার্থী (চরমোনাই) আকরাম আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, আনিসুর রহমান সিল্টুসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী আন্দোলন টাঙ্গাইল সদর থানার সাধারণ সম্পাদক মুফতি আমিনুল ইসলাম।

বক্তারা বলেন, “ভালো নেতা ও নীতি ছাড়া জনগণের মুক্তি সম্ভব নয়। চাঁদাবাজি ও জমি দখল নয়, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”পরবর্তীতে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

সংবাদটি খবরবাংলা২৪.কমওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আমরা এই সংবাদে কোনো প্রকার বিকৃতি, ভুল তথ্য সংযোজন বা বিভ্রান্তিকর পরিবর্তন করিনি। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।