কালিপুরে প্রজ্জলন উৎসব পালিত
অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
টাঙ্গাইল পৌর এলাকার দিঘুলীয়া কালিপুর রামগোপাল বিগ্রহ আশ্রমের নবগঠিত কার্যকরি পরিষদের সভা ও প্রদীপ প্রজ্জলন উৎসব পালিত হয়েছে। শুক্রবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১’শ আটটি মোমবাতি প্রজ্জলন করা হয়।
এ উৎসবে নারী-পুরুষসহ কিশোর-কিশোরীরা আনন্দে মেতে উঠে। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি শ্যামল হোড়।
কালিপুর রামগোপাল বিগ্রহ আশ্রমের সভাপতি সজল মালাকারের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেয় অধ্যাপক বাসুদেব কর্মকার, উদয় লাল গৌড়, আনন্দ মোহন আর্যায্য, অমিতাব সাহা, কালিপুর রামগোপাল বিগ্রহ আশ্রমের সহ-সভাপতি দুর্লভ কর্মকার, সাধারণ সম্পাদক সন্তোষ কর্মকার, যুগ্ম সম্পাদক মানিক কর্মকার প্রমুখ।
এসময় নবগঠিত কমিটির পক্ষ থেকে হিন্দু ধর্মীয় নেতা বাবু শ্যামল হোড়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।





আপনার মতামত লিখুন
Array