পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর মানববন্ধন
কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে পি.আর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু করে নিরালা মোড়, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দিয়ে প্রেসক্লাব পর্যন্ত বিস্তৃত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানববন্ধনে অংশ নেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি প্রার্থী ও জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আসনের এমপি প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ূন কবির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি প্রার্থী ও জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি হোসনি মোবারক বাবুল, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের এমপি প্রার্থী ও জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, জেলা সাংগঠনিক সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম, শহর আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, সদর আমীর অধ্যাপক ইকবাল হোসেন বাদল, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নগরপুর) আসনের এমপি প্রার্থী ডাঃ আব্দুল হামিদ সহ বিভিন্ন উপজেলা অন্যান্য নেতৃবৃন্দ।





আপনার মতামত লিখুন
Array