নাগরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
নাগরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের গর্বিত অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা আফতাব হোসেন আরজু (৭৬)-এর দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে।

বুধবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এরপর বৃহস্পতিবার সকাল ১০টায় সহবতপুর গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রের পক্ষ থেকে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। টাঙ্গাইল পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয় এবং বিউগলে বেদনার সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ, বীর মুক্তিযোদ্ধা মজিবরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক ও সামাজিক নেতৃবৃন্দ।

বীর মুক্তিযোদ্ধা আফতাব হোসেন আরজু দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে সহবতপুর ইউনিয়নসহ সমগ্র নাগরপুরে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী একজন সৎ, বিনয়ী ও দেশপ্রেমিক মানুষকে হারালেন।

ইএইচ

সংবাদটি দৈনিক আমার সংবাদওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।