টাঙ্গাইলে প্রথম আন্তঃস্কুল বিতর্ক উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
টাঙ্গাইলে প্রথম আন্তঃস্কুল বিতর্ক উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

টাঙ্গাইল শহরের পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রথম আন্তঃজেলা বিতর্ক উৎসব সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাংস্কৃতিক ক্লাবের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
পুলিশ লাইনস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন কবি ও অধ্যাপক তরুণ ইউসুফ।
অনুষ্ঠানে জেলার ঐতিহ্যবাহী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে আবৃত্তি, একক বিতর্ক, সনাতনী বিতর্ক, ধারাবাহিক গল্পবলায় সর্বোচ্চ ৭ টি পুরস্কার বিজয়ী হয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের পুরস্কার গ্রহণ করেন সৃষ্টি একাডেমিক স্কুল।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিলো জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গন। এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীর মেধা মননের উৎকর্ষ সাধন করবে বলে আয়োজকদের বিশ্বাস।

সংবাদটি দৈনিক মজলুমের কণ্ঠওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আমরা এই সংবাদে কোনো প্রকার বিকৃতি, ভুল তথ্য সংযোজন বা বিভ্রান্তিকর পরিবর্তন করিনি। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।