গোপালপুরে কৃষক নেতা হাতেম আলীর ৪৮তম মৃ’ত্যু বার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
গোপালপুরে কৃষক নেতা হাতেম আলীর ৪৮তম মৃ’ত্যু বার্ষিকী পালিত

স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি কৃষক নেতা হাতেম আলী খানের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে গোপালপুর থানা ব্রিজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমরেড আশরাফ তালুকদার, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান।

সভায় বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে হাতেম আলী খানের অবদান অনন্য। তিনি ছিলেন সাধারণ মানুষের অধিকার আদায়ের এক নির্ভীক যোদ্ধা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, নাট্যব্যক্তিত্ব খন্দকার নাসিমুল ইসলাম, উপজেলা কমিটির সভাপতি আব্দুর রশিদ কান্দু ও সাবেক কাউন্সিলর হাবিব মণ্ডল প্রমুখ। শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি খবরবাংলা২৪.কমওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।