জিয়াউর রহমানের দেশের অবদানের কথা বলতে গিয়ে অঝেরো কাঁদলেন…আজাদ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে অঝেরো কাঁদলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ ।
মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি স্কুলে উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি তার বক্তব্যে বলেন এ দেশের মাটি ও মানুষের প্রকৃত নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান এবং বিগত ১৭ বছরে ফ্যাসিষ্ট সরকার কর্তৃক বিএনপি তথা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ওপর যে নির্মম অন্যায় অত্যাচার করা হয়েছে তা বর্ণনা করতে গিয়ে লুৎফর রহমান খান আজাদ তাঁর চোখের পানি ধরে রাখতে পারেননি। তিনি বিশাল জনসভায় অঝরে কেঁদে ফেললেন।
এ সময় উপস্থিত প্রায় ৭/৮ হাজার নেতা-কর্মীরাও আবেগে আপ্লোত হয়ে হয়ে পড়েন। তিনি বলেন, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রত্যাশিতদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন উপস্থিত কেউ আমরা চোখের পানি ধরে রাখতে পারিনি। আজোও তাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তিনি যেন এ দেশে ফিরে না আসতে পারে এ জন্য অপশক্তিরা এমন একটি অপকৌশল চালাচ্ছে । ষড়যন্ত্রের জাল ছিন্ন করে অচিরেই তারুণ্যে অহংকার তারেক রহমান দেশের মাটিতে এসে এদশের এই দুর্দিনে জনগণের পাশে এসে দাঁড়াবেন।




আপনার মতামত লিখুন
Array