কালিহাতীতে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক প্রতিরোধে অভিভাবক সমাবেশ
টাঙ্গাইলের কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ এবং এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী-২০২৬ শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা ও কালিহাতী থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য লুৎফর রহমান, হাবিবুর রহমান ও সাবেক সদস্য সাংবাদিক মীর আনোয়ার হোসেন। সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবীর।
বক্তারা বলেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক শুধু শিক্ষার্থীদের নয়, গোটা সমাজের জন্যই বড় হুমকি। এসব সামাজিক ব্যাধি রোধে পরিবার থেকেই সচেতনতার সূচনা করতে হবে। শিক্ষার্থীদের চরিত্র গঠন, সঠিক দিকনির্দেশনা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষক ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। তারা আরও বলেন, আসন্ন এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের সাফল্যের জন্য সময় ব্যবস্থাপনা, নিয়মিত পাঠাভ্যাস ও মানসিক দৃঢ়তা অত্যন্ত জরুরি। এজন্য পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত ভূমিকা পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে সহায়ক হবে।
আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





আপনার মতামত লিখুন
Array