দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর আবারো জাকসুর ভোট গণনা শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর আবারো জাকসুর ভোট গণনা শুরু

দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর আবারও জাকসুর ভোট গণনা শুরু হয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক কামরুল আহসান।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা বন্ধ করা হয়েছিল। বিকেলে নির্বাচন কমিশন থেকে ভোট গণনা বন্ধের ঘোষণা দেওয়া হয়। পরে শিক্ষকরা একটি জরুরি সভার আহ্বান করেন।

এ সময় ছাত্রশিবির সমর্থিত প্যানেল ও স্বতন্ত্র ভিপি প্রার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে নির্বাচন কমিশনে কার্যালয়ে প্রবেশ করেন।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম।

সংবাদটি ঢাকা পোস্টঢাকা মেইলদৈনিক আজকের পত্রিকাদৈনিক আমার দেশদৈনিক আমার সংবাদদৈনিক খোলাকাগজদৈনিক নয়া দিগন্তদৈনিক মজলুমের কণ্ঠদৈনিক যুগান্তরদৈনিক সমকালনিউজটাঙ্গাইল.কমবাংলানিউজ২৪ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।