ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

খায়রুল খন্দকার (ভূঞাপুর) টাঙ্গাইল
প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইলের ভুঞাপুরে ট্রেনে কাটা পড়ে আব্দুল জলিল নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রেল ব্রিজের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল জলিল ভূঞাপুর পৌর এলাকার টেপিবাড়ি গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে।

জানা যায়, আব্দুল জলিলের রেললাইনের সাথে একটি জমি আছে। আজ সকালে সেই জমিতে সার দিতে যাওয়ার সময় জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহ মেইল ট্রেনের সাথে ধাক্কা লাগে আব্দুল জলিলের। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি কানে কম শুনতেন বলেও জানা যায়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম জানান, এ ব্যপারে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি দৈনিক আমার দেশওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।