কালিহাতীতে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার
টাঙ্গাইলের কালিহাতীতে র্যাবের অভিযানে ১৬ কেজি ৮০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কালিহাতি উপজেলার মমিননগর ইউনিয়নের মমিননগর গ্রামের খাল পাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ীরা টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায় নৌকাযোগে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে রওনা দেয়ার প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল অনুমান সাড়ে পাঁচটায় টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার মমিননগর ইউনিয়নের মমিননগর গ্রামের খাল পাড় এলাকায় পৌছলে উক্ত মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিত টের পেয়ে ঘটনাস্থলে মাদকদ্রব্য গাঁজা ফেলে পালিয়ে যায়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ১৬ কেজি ৮০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। সাক্ষীরা পলাতক অভিযুক্ত মোঃ ফারুক (৪২), জেলা-টাঙ্গাইল এর নাম উল্লেখ করেন। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্যের অবৈধ বাজার মূল্য পাঁচ লক্ষ চার হাজার টাকা। পলাতক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক দ্রব্য গাঁজা থানায় হস্তান্তর করা হয়েছে।




আপনার মতামত লিখুন
Array