মির্জাপুরের তরফপুরে হবে ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প
মির্জাপুরের তরফপুরে হবে ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প
টাঙ্গাইলের মির্জাপুরে ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হবে। আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হবে। ছিটমামুদপুর গ্রামের সমাজ সেবক মরহুম হাজী হোসেন উদ্দিন সিকদারের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
মরহুম হোসেন আলীর ছেলে তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজার সভাপতিত্বে আয়োজিত ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন।
উদ্বোধন করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাজহারুল আলম, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করবেন গাজীপুর জেলা ড্যাব এর যুগ্ম আহবায়ক ডা: শাহ্জাহান সিরাজ।





আপনার মতামত লিখুন
Array