মির্জাপুরে ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
মির্জাপুরে ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মির্জাপুরে ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

টাঙ্গাইলে মির্জাপুর উপজেলায় ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তরফপুর ইউনিয়নের ছিট মাহমুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম হাজী হোসেন উদ্দিন সিকদারের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এম.পি আবুল কালাম আজাদ সিদ্দিকী বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাজহারুল আলম, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন সাধারণ সম্পাদক, এডভোকেট ফরহাদ ইকবাল, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১২নং তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো আজিজ রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর জেলা ড্যাব এর যুগ্ম-আহ্বায়ক ডা শাহ্জাহান সিরাজ।

দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে সহস্রাধীক অসহায় ও দরিদ্র রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

সংবাদটি বায়ান্ননিউজ.কমওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আমরা এই সংবাদে কোনো প্রকার বিকৃতি, ভুল তথ্য সংযোজন বা বিভ্রান্তিকর পরিবর্তন করিনি। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।