কালিহাতীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা
টাঙ্গাইলের কালিহাতীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) ইমরান হোসেন, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ইসতিয়াক হোসেন নাসিফ, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ ব্যানার্জী নীরু, সদস্য সচিব প্রবাল ভট্টাচার্য মানিক প্রমুখ।
বক্তারা বলেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য পুলিশ, সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকবে। পূজামণ্ডপগুলোতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলামসহ উপজেলার সকল পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।





আপনার মতামত লিখুন
Array