ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

টাঙ্গাইলের ঘাটাইলে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ জন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে উপজেলার হামিদপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ জানান, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে এ তদারকি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে- কার্তিক তরফদারের স্বর্ণের দোকানকে ২ হাজার টাকা, কৃষ্ণ তরফদারের স্বর্ণের দোকানকে ২ হাজার এবং শহিদুলের ভাই ভাই হোটেলকে দেড় হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৫০০/- টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়।

তিনি আরো বলেন, ব্যবসায়ীদের সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় ঘাটাইল থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন।

সংবাদটি দৈনিক মজলুমের কণ্ঠওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আমরা এই সংবাদে কোনো প্রকার বিকৃতি, ভুল তথ্য সংযোজন বা বিভ্রান্তিকর পরিবর্তন করিনি। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।