কঙ্কালের দাঁত থেকে মিলল গৃহবধূর পরিচয়: শ্বশুর ও চাচা শুশুর গ্রেপ্তার
টাঙ্গাইলের মির্জাপুরে বিল থেকে উদ্ধার হওয়া কঙ্কাল নিখোঁজ গৃহবধূ স্বপ্না আক্তার-এরই বলে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়েছে পুলিশ।
গত বছরের ৫ মে উপজেলার তরফপুর ইউনিয়নের তেঁতুলিয়া বিল থেকে কঙ্কাল উদ্ধার হওয়ার ১৭ মাস পর শনিবার (২০ সেপ্টেম্বর) স্বপ্নার মা জুলেখা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার পরপরই পুলিশ স্বপ্নার শ্বশুর ও চাচা শুশুরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, সালাম মিয়া (৬৫), মৃত মুকাররম আলীর ছেলে, এবং শফিকুল (৪৫), আব্দুল মান্নানের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, স্বপ্না আক্তার ২০২৩ সালের ২২ জুলাই নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার দিন ভোরে প্রবাসে থাকা স্বামী দুলাল মিয়া বাড়িতে আসেন এবং দাবি করেন, স্বপ্না অর্থ ও সম্পদ চুরি করে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে গেছে। এরপর ২০২৪ সালের ৫ মে স্থানীয়দের সংবাদে তেঁতুলিয়া বিল থেকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় কঙ্কাল উদ্ধার করে পুলিশ।
কঙ্কাল উদ্ধার হওয়ার পর স্বপ্নার মা জুলেখা বেগম প্রথমে নিজের মেয়ের সম্ভাব্য কঙ্কাল দাবি করেন। হাড় থেকে ডিএনএ শনাক্তকরণে জটিলতার কারণে পরে দাঁত নমুনা পাঠানো হয়, যা পরীক্ষা করে নিশ্চিত করা হয়, কঙ্কাল নিখোঁজ স্বপ্নারই।
জুলেখা বেগম বলেন, “আমার মেয়ে নিখোঁজ হওয়ার পর মাঝে মধ্যে জামাই আমাদের বাড়িতে আসতো। কিন্তু কঙ্কাল উদ্ধার হওয়ার পর তাকে আর কোথাও দেখা যায়নি। যারা আমার মেয়েকে হত্যা করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক।”
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, “এটি একটি পরিকল্পিত হত্যার ঘটনা। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং সম্পৃক্তদের বিরুদ্ধে রিমাণ্ড আবেদন করা হবে।”






আপনার মতামত লিখুন
Array