কালিহাতীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নি’হ’ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
কালিহাতীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নি’হ’ত

বাসের ধাক্কায় অনিক (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরোহী আবীর (১৫) আহত হন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার চাটিপাড়া সেতু সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনিক কালিহাতী পৌরসভার সিলিমপুর এলাকায় চাচাতো বোনের শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে এসেছিলেন। সকালে কালিহাতী পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে মোটরসাইকেলে সিলিমপুর যাওয়ার পথে চাটিপাড়া সেতুতে পৌঁছালে পেছন থেকে আসা একটি অজ্ঞাত বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে অনিক পড়ে গেলে বাসের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত অনিক টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর গ্রামের নিশানের ছেলে। আহত আবীরের বাড়িও একই এলাকায়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মাহবুব হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

সংবাদটি খবরবাংলা২৪.কমওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আমরা এই সংবাদে কোনো প্রকার বিকৃতি, ভুল তথ্য সংযোজন বা বিভ্রান্তিকর পরিবর্তন করিনি। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।