কালিহাতীতে নদীতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
কালিহাতীতে নদীতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নে পানিতে পড়ে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ইউনিয়নের ভরবাড়ী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সাফাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভরবাড়ী গ্রামের মারুফ হোসেনের ছেলে আলিফ হোসেন (২) বাড়ির পাশে খেলাধুলা করছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত সে সাফাই নদীতে পড়ে যায়

পরিবারের লোকজন ও এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ মো.মাহবুবুর রহমান জানান, আমি এখনো এ বিষয়ে কোন খবর পাইনি খবর পেলে বিস্তারিত জানাতে পারবো। এদিকে শিশু আলিফের অকাল মৃত্যুতে পরিবার ও গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোক।

সংবাদটি বায়ান্ননিউজ.কমওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আমরা এই সংবাদে কোনো প্রকার বিকৃতি, ভুল তথ্য সংযোজন বা বিভ্রান্তিকর পরিবর্তন করিনি। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।