টাঙ্গাইল কালীপুরে কীর্তন উৎসব

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
টাঙ্গাইল কালীপুরে কীর্তন উৎসব

টাঙ্গাইল পৌর এলাকায় কালীপুর শ্রী শ্রী রাম গোপাল বিগ্রহ আশ্রম প্রাঙ্গনে গতকাল শনিবার তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠান শেষ হয়েছে।

অনুষ্ঠানে হাজারও নারী-পুরুষের পদচারনা উৎসব প্রাঙ্গন মূখরিত হয়ে উঠে। কীর্তনস্থল উপস্থিত ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি শ্যামল হোড়, শহরের আদালত পাড়া বড় কালিবাড়ীর যুগ্ম সম্পাদক উদয় লাল গৌড়, রামগোপাল বিগ্রহ আশ্রমের পরিচালনা পরিষদের সভাপতি বাবু সজল মালাকার ও সাধারণ সম্পাদক বাবু সন্তোষ চন্দ্র কর্মকার, সাবেক সভাপতি নীল কমল পাল, সাংগঠনিক সম্পাদক পলাশ কর্মকার, সমাজকল্যাণ সম্পাদক রাম কর্মকার।

রোববার রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশিত হবে। এতে অংশ নিবেন যশোরের কৃষ্ণ পাল, বগুড়ার শ্রী দুলাল চন্দ্র মহন্ত, চাঁপাই নবাবগঞ্জের নরোত্তম দাস। এ উপলক্ষে ৫ দিন ব্যাপী বিশাল ভোজের আয়োজন করা হয়েছে।

রামগোপাল বিগ্রহ আশ্রমের পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক বাবু সন্তোষ চন্দ্র কর্মকার জানান, প্রতি বছরের মত এবারও উৎসব মুখর পরিবেশে কীর্তন উৎসবে প্রতিদিন বক্তবৃন্দের উপস্থিতি লক্ষ্য নীয়।

সংবাদটি দৈনিক মজলুমের কণ্ঠওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আমরা এই সংবাদে কোনো প্রকার বিকৃতি, ভুল তথ্য সংযোজন বা বিভ্রান্তিকর পরিবর্তন করিনি। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।