মির্জাপুরে অটোরিকশাসহ ছিনতাইকারী চক্রের দুইজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
মির্জাপুরে অটোরিকশাসহ ছিনতাইকারী চক্রের দুইজন গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর অটোরিকশাসহ দুই ছিনতাই চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার আজগানা ইউনিয়নের মজিদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন, কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী গ্রামের আসলাম মিয়ার ছেলে রবিন হোসেন (৩০)। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আমেরতল গ্রামের ভুট্টো মিয়ার ছেলে রিপন (২২)। সে কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার ফরহাদ চেয়ারম্যানের বাসার ভাড়াটিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জ সদর উপজেলার আনোয়ার হোসেনের ছেলে নাইম ইসলাম কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় থেকে অটোরিকশা ভাড়া দেন। তার কাছ থেকে ড্রাইভার আসিফ একটি অটোরিকশা ভাড়া নিয়ে চালান। আসিফ কালিয়াকৈর বাস-স্ট্যান্ড থেকে যাত্রীবেশে ছিনতাইকারী চক্রের সদস্যরা মজিদপুর এলাকায় অটোরিকশা নিয়ে যায়। পরে তারা ড্রাইভার আসিফকে জঙ্গলে ফেলে অটোরিকশা নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগীতায় টহলরত পুলিশ অটোরিকশাসহ দুজনকে গ্রেপ্তার করেন। সোমবার নাইম ইসলাম বাদী হয়ে দুইজন আসামী করে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপ-পরিদর্শক রাহাদুজ্জামান।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম, অটোরিকশা ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি দৈনিক আমার দেশওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।