টাঙ্গাইলে ছড়াকার সুকুমার রায়ের প্র”য়া”ণ দিবস উপলক্ষে আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
টাঙ্গাইলে ছড়াকার সুকুমার রায়ের প্র”য়া”ণ দিবস উপলক্ষে আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত

কিংবদন্তি বাঙালী শিশু সাহিত্যক, ছড়াকার সুকুমার রায়ের প্রয়াণ দিবস উপলক্ষ্যে আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইল শিশু একাডেমি মিলনায়তনে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ।

মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে আবৃত্তি সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন।

মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকু । মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা কমিটির উপদেষ্টা ফিরোজ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট ও সংগঠক অধ্যাপক জহুরুল হক বুলবুল এবং বাচিক শিল্পী ও কবি সংগঠক মনিরুল ইসলাম ভূঁইয়া । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ কবিতা আবৃত্তি করেন ।

সংবাদটি দৈনিক আমার দেশওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।