ধনবাড়ীতে পানিতে ভাসছে মন্দির!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
ধনবাড়ীতে পানিতে ভাসছে মন্দির!

পানির উপর ভাসছে প্রতিমাসহ মন্দির। এমন চিত্রই দেখা গেছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কেন্দুয়া সাহা পাড়া এলাকায়। এতে চরম দুর্ভোগে পড়েছে এই পাড়ার হিন্দু ধর্মের লোকজন সহ আশেপাশের মানুষ।

সরেজমিনে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিসয়নের কেন্দুয়া গ্রামে সাহা পাড়া এলাকায় গিয়ে দেখা যায় দূর্গোৎসব কে সামনে রেখে জগ্ননাথ বিগ্রহ মন্দিরে হিন্দু ধর্মের অনেকেই ব্যবস্ততা পার করছেন। কিন্তু এই মহা খুশি’র দিনে সামন্য বৃষ্টিতে মন্দির মাঠে জমেছে প্রায় হাটু সমান পানি। ফলে চরম জন দুর্ভোগে পড়েছে তারা। তাই তাদের দাবী দ্রুত সময়ের মধ্যে মন্দির মাঠে মাটি ভরাটের।

জগ্ননাথ বিগ্রহ মন্দির কমিটির সভাপতি অমিত সাহা জানান, সামনে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। এরই মধ্যে সামন্য বৃষ্টিতেই মন্দির প্রাঙ্গণে প্রায় হাটু পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এমন জলাবদ্ধতা থাকলে পূজা উৎসব পালন করা যাবে না। তাই এই সমস্যা সমাধানে উপজেলা নির্বাহী অফিসারের নিকট দ্রুত জোর হস্তক্ষেপ কামনা করছি ।

জগ্ননাথ বিগ্রহ মন্দিরের দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক বাবু নির্মল চন্দ্র সাহা জানান, এই মন্দির টি প্রায় দুই’শ বছরের পুরনো। তবে এখনোও কোন উন্নয়ন হয়নি এই মন্দিরে। বিগত আ’লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বার বার পাঁকা মন্দির নির্মাণের আশ^াস দিলেও কোন ধরণের সহায়তা করেনি তিনি। তাই বর্তমান সরকারের কাছে সহযোগীতার জোর দাবী করছি।

এব্যাপারে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ জানান, বিষয়টি আমি মাত্রই জানলাম দ্রুতই সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি দৈনিক প্রগতির আলোওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।