গোপালপুরে দুর্গাপূজা উপলক্ষে সালাম পিন্টুর অনুদান
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও পূজারিদের সঙ্গে মতবিনিময় সভা আর্থিক অনুদান বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আনন্দময়ী মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফ উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সহ-সভাপতি আবু ঈসা মুনিম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, টাঙ্গাইল পূজা উদযাপন ঐক্য ফ্রন্ট পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক প্রবীর চন্দ্র চন্দ, গোপালপুর পূজা উদযাপন কমিটির সভাপতি অভিজিৎ দে নিন্টু, সদস্য সচিব প্রলয় কুন্ডুসহ বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ ও পূজারি বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গোপালপুর উপজেলার ৫৩টি পূজা মণ্ডপের জন্য পূজা উদযাপন কমিটি ও পূজারীদের হাতে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সভায় বক্তারা দুর্গোৎসবকে সাম্প্রদায়কি সম্প্রীতির উৎসব হিসেবে বর্ণনা করে সবাইকে মিলেমিশে উৎসব সফল করার আহ্বান জানান।






আপনার মতামত লিখুন
Array