মির্জাপুরে কঙ্কালের দাঁত থেকে মিললো পরিচয়, গ্রেপ্তার ২
অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
টাঙ্গাইলের মির্জাপুরে গত বছরের ৫ই মে বিল থেকে উদ্ধার হওয়া কঙ্কালের দাঁত থেকে লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। ডিএনএ পরীক্ষা শেষে পুলিশ জানতে পেরেছে ওই কঙ্কাল মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের নিখোঁজ গৃহবধূ স্বপ্না আক্তারের। যিনি ২০২৩ সালের ২২ জুলাই শশুড়বাড়ী থেকে নিখোঁজ হয়েছিলেন।
এঘটনায় শনিবার (২০ সেপ্টেম্বর) মির্জাপুর থানায় মেয়ের স্বামীসহ ছয় জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন স্বপ্না আক্তারের মা জুলেখা বেগম। মামলা দায়েরের পরপরই এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, স্বপ্না আক্তারের শশুড় ও টাকিয়া কদমা গ্রামের মৃত মুকাররম আলীর ছেলে সালাম মিয়া (৬৫) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে নিহতের চাচা শশুড় শফিকুল (৪৫)।




আপনার মতামত লিখুন
Array