টাঙ্গাইলে ১৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি স্বামী স্ত্রী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
টাঙ্গাইলে ১৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি স্বামী স্ত্রী গ্রেফতার

টাঙ্গাইল সদর থানা পুলিশের অভিযানে ১৬ টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুইজন আসামী সম্পর্কে স্বামী স্ত্রী। এরা হলো টাঙ্গাইল পৌর শহরের পাড় দিঘুলিয়া (বেবীস্ট্যান্ড নিমতলা রোড) এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ সেলিম হোসেন খান ও তার স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম।

টাঙ্গাইল সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহম্মেদ প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টাঙ্গাইল সদর থানার এসআই (নিরস্ত্র) নজরুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা হতে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নামে টাঙ্গাইল সদর থানায় সিআর সাজা আটটি ওয়ারেন্ট ও সিআর সাধারণ আটটিসহ মোট ১৬টি ওয়ারেন্ট রয়েছে।

সংবাদটি বায়ান্ননিউজ.কমওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আমরা এই সংবাদে কোনো প্রকার বিকৃতি, ভুল তথ্য সংযোজন বা বিভ্রান্তিকর পরিবর্তন করিনি। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।