টাঙ্গাইলে কাকুয়া ইউনিয়নে টুকুর পক্ষে এডভোকেট মমতাজ করিমের নির্বাচনী মত বিনিময় সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
টাঙ্গাইলে কাকুয়া ইউনিয়নে টুকুর পক্ষে এডভোকেট মমতাজ করিমের নির্বাচনী মত বিনিময় সভা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহিলাদল নেত্রী অ্যাডভোকেট মমতাজ করিমের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে দক্ষিণ গয়লা হোসেন দাখিল মাদ্রাসার মাঠে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহিলাদল আয়োজিত এই বিনিময় সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রথম শ্রেণীর ঠিকাদার নজরুল ইসলাম, অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সাহা, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাহনাজ পারভিন, নাসরিন আজাদ, সোনিয়া হামজা, আবিদা সুলতানা অপু, হাওয়া বেগম, আশা আক্তার, ও কোহিনুর বেগম প্রমুখ। বক্তারা, সুলতান সালাউদ্দিন টুকুকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে ধানের শীষে ভোট প্রদানে উৎসাহিত করেন। মত বিনিময় সভায় প্রতিটি কর্মীকে একজন করে সুলতান হয়ে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোটদানে উৎসাহিত করার আহ্বান জানানো হয়। মত বিনিময় সভায় বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই হাজার মহিলা ভোটার অংশগ্রহণ করেন।

সংবাদটি দৈনিক প্রগতির আলোওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।