মির্জাপুরে বিভিন্ন মামলায় ৯ আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
মির্জাপুরে বিভিন্ন মামলায় ৯ আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন- আফজাল হোসেন মুন্না, রোজিনা আক্তার সাথী, ওলিদ জামাল, শাকিল, রফিকুল ইসলাম, শাহিন, আলামিন।

এছাড়া মাদক মামলার আসামি অন্তর সরকারকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। নারী ও শিশু নির্যাতন আইনে গ্রেপ্তার হয়েছেন সুমন মিয়া।

মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, তিনটি পৃথক মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল বিজ্ঞ আদালতের মাধ্যমে ৯জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ইএইচ