“ধনবাড়ী উপজেলার মুশুদ্দি মধ্য পাড়া গ্রামে রোপা আমন ব্রি ধান ১১০ এর বাম্পার ফলন”
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি মধ্য পাড়া গ্রামে রোপা আমন ব্রি ধান ১১০ এর বাম্পার ফলন।
BRRI dhan110 নতুন আবিষ্কৃত বা অনুমোদিত ধানের মধ্যে একটি, যা ফ্ল্যাশ বন্যা-সহনশীল (flash-flood tolerant) হিসেবে দেখা হয়েছে।
এই জাত সাধারণ বন্যা-বহির্ভূত এলাকায় সাধারণ আউটপুট ধারার থেকে ২০.৫ % বেশি ফলন দেয় বলে উল্লেখ রয়েছে।
স্বাভাবিক অবস্থায় এর ফুলে উঠা থেকে পাকা সময় প্রায় ১২৩ দিন, আর বন্যা বা পানিতে নিমজ্জিত অবস্থায় সময় বাড়িয়ে প্রায় ১৩৩ দিন হয়।
মূল উদ্দেশ্য: বন্যায় বা হঠাৎ পানিতে নিমজ্জিত হয়ে ক্ষতিগ্রস্ত এমন এলাকায় চাষযোগ্য ধান হিসেবে ব্যবহারের জন্য। রোপা আমন মৌসুমে ব্রি আঞ্চলিক কার্যালয় ধনবাড়ি টাঙ্গাইল এর অধীনে LSTD প্রকল্পের অর্থায়নে টাঙ্গাইল – জামালপুর অঞ্চলে ব্রি ধান১১০ এর মোট ১৫ একর (৩ একর করে ৫ জন কৃষক) প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এর মধ্যে আজ ২৩ অক্টোবর, ২০২৫ এ একজন কৃষকের জমিতে ৩টি নমুনা শস্য (১০ বর্গমিটার করে) কর্তন করা হয়। জাতটির জীবনকাল ছিল মাত্র ১১৫ দিন। ১৪% আর্দ্রতায় ফলন পাওয়া গেছে গড়ে ১৯ মণ/৩৩ শতক।
আমার মতে স্বল্প জীবনকাল হিসেবে জাতটির ফলন যথেষ্ট ভাল হয়েছে। কৃষক বোরো ধান আবাদের আগে সহজেই সরিষা (বারি সরিষা১৪/১৮) আবাদ করতে পারবে।
কিন্তু জাতটির স্বল্প জীবনকালের জন্য পাখির আক্রমণ একটি সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
ব্রি ধান১১০ টাঙ্গাইলে তত্ত্বাবধান করেছেন ডক্টর মসউদ ইকবাল ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান ব্রি আঞ্চলিক কার্যালয় টাঙ্গাইল ।





আপনার মতামত লিখুন
Array