মাভাবিপ্রবিতে সৈনকিয়ান পূর্ণমিলনী ও নবীনবরণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
মাভাবিপ্রবিতে সৈনকিয়ান পূর্ণমিলনী ও নবীনবরণ অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যয়নরত ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “সৈনকিয়ান পূর্ণমিলনী ও নবীনবরণ” অনুষ্ঠান।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর, ২০২৫) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মিনি ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে প্রীতিভোজের মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই আয়োজনের মাধ্যমে ভ্রাতৃত্ব, পারস্পরিক বন্ধন ও আন্তরিকতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তারা ভবিষ্যতেও এমন মিলনমেলার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

সংবাদটি দৈনিক টাঙ্গাইল সমাচারওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।