কালিহাতীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৃতীয় দিনেও বৃক্ষরোপণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
কালিহাতীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৃতীয় দিনেও বৃক্ষরোপণ

টাঙ্গাইলের কালিহাতীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তৃতীয় দিনেও বৃক্ষরোপন করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা যুবদলের আয়োজনে দিনব্যাপী কালিহাতী উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের রাজাফৈর কওমি মাদ্রাসা এলাকায় ও পারখি ইউনিয়নের উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ, নাগবাড়ী ভূমি অফিস এলাকায় ও, বল্লা দারুল ইসলাম ও ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ এবং পাইকড়া ও সহদেবপুর ইউনিয়নের এলাকায় বৃক্ষরোপণ বৃক্ষরোপন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন, এস এম আমিনুল হক, বকুল মিয়া, ইদ্রিস আলী, নুরুজ্জামান আহমেদ,খন্দকার ইকবাল,মিথুন, টিটু, বীর বাসিন্দা ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ, পারখি ইউনিয়ন সাধারণ সম্পাদক শহিদ সিকদার, নাগবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আঃ বাছেদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ, বল্লা ইউনিয়ন সাবেক আহ্বায়ক হায়দার আলী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নয়ন আকন্দ,পাইকড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইমরান হাসান সুজন ও সাধারণ সম্পাদক মোমিনুর রহমান ও সহদেবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুবুর রহমান সুমন প্রমুখ।

সংবাদটি দৈনিক মজলুমের কণ্ঠওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।