দেশের মানুষের আস্থা অর্জনে কাজ করছে বিএনপি: কর্নেল আজাদ
দেশের মানুষের আস্থা অর্জনে কাজ করছে বিএনপি: কর্নেল আজাদ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। আর এ জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারই নির্দেশনা মোতাবেক টাঙ্গাইল (মধুপুর-ধনবাড়ী)-১ আসনে জনগনের উন্নয়নে কাজ করে যাচ্ছে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অব. লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদ।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার ফুলবাগচালা এলাকায় কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠির আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওই এলাকার জনসাধারণের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ তার পক্ষে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বিএনপির উপর জনগনের পুনঃআস্থা ফিরিয়ে আনতে মধুপুর ও ধনবাড়ী উপজেলায় অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে নেতা কর্মীদের সাথে নিয়ে দলীয় সকল কর্মকাণ্ড করে যাচ্ছে। তবে বিএনপি নেতা কর্নেল আজাদের উদ্দ্যেশ্য আগামীদিনে দেশের তরুণ ছেলে মেয়েদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুই উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের পদক্ষেপ নিয়েছেন।
মত বিনিময় সভায় মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, মধুপুর উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুরুজ্জামান লুল্লু, যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এসময় ফুলবাগচালা ইউনিয়নসহ ধনবাড়ী-মধুপুরের বিএনপি নেতা কর্নেল আজাদ সমর্থক নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।





আপনার মতামত লিখুন
Array