ভূঞাপুরে ২৫ বছর পর ৫৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
ভূঞাপুরে ২৫ বছর পর ৫৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

টাঙ্গাইলের ভূঞাপুরে ২৫ বছর ধরে অবৈধ দখলে থাকা ৫৪টি স্থাপনা অবশেষে উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার উপজেলার গোবিন্দাসী স্কুল রোডে সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন। এ সময় সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন জানান, দীর্ঘ ২৫ বছর ধরে স্থানীয় লোকজন গোবিন্দাসী স্কুল রোডের দুইপাশে সেতু কর্তৃপক্ষের জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছিল। যা স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীদের সমস্যায় ফেলতো। দোকানে আড্ডারত বহিরাগতরা ছাত্রীদের নানাভাবে উত্যাক্ত করতো। উপজেলা প্রশাসন ও সেতু কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দিলেও দোকানের মালিকরা তা শুনেননি। পরে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি দৈনিক প্রগতির আলোওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আমরা এই সংবাদে কোনো প্রকার বিকৃতি, ভুল তথ্য সংযোজন বা বিভ্রান্তিকর পরিবর্তন করিনি। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।