গোপালপুরে ট্রেনে কাটা পড়ে তিনটি ছাগলসহ নারীর মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে খাতেমন নামের ৫৫ বছর বয়সী এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় ঐ নারীর পালিত তিনটি ছাগল মারা গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী ওই গ্রামের ব্যাটারি চালিত ইজি বাইকচালক শমসের আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, খাতেমন তার পালিত তিনটি ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা গামী একটি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই খাতেমন ও তিনটি ছাগলের মৃত্যু হয়।
নিহত খাতেমন এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন। হঠাৎ এ দুর্ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফ উদ্দিন ঘটনার সততা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে রেল পুলিশ এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।




আপনার মতামত লিখুন
Array