টাঙ্গাইলে জামায়াতে ইসলামী’র মোটর শোভাযাত্রা
অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন বিষয়ের প্রচারনার অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আয়োজনে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, জেলা আমীর আহসান হাবিব মাসুদের নেতৃত্বে শনিবার (৪ অক্টাবর) সকালে জেলা সদর হেলিপ্যাডের সামনে থেকে মোটর শোভাযাত্রার উদ্বোধন করা হয়।
হেলিপ্যাডের সামনে থেকে শুরু হওয়া মোটর শোভাযাত্রাটি টাঙ্গাইল পৌর শহরের মূল সড়কগুলো এবং সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল প্রদক্ষিণ করে। মোটর শোভাযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। শোভাযাত্রা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন বার্তা প্রচার করা হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতিকে টাঙ্গাইল সদর উপজেলাবাসীর ভোট চাওয়া হয়।





আপনার মতামত লিখুন
Array