কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এলেঙ্গা-জামালপুর জাতীয় মহাসড়কের বাংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কালিহাতী উপজেলার কোনাবাড়ী এলাকার জহের আলী (৪৫) ও বানিয়াফৈর এলাকার মুক্তার আলী (৪২)। আহতরা হচ্ছেন বানিয়াফৈর এলাকার করিমের ছেলে উজ্জল (৩০), ফজল (৫০), জয়নাল আবেদীনের ছেলে মফিজ (৪৫), মৃত খলিলের ছেলে সোলাইমান (২২) সহ অন্তত ১০ শ্রমিক।

প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক কালাম মিয়া সাংবাদিকদের জানান, “আমরা ঘুনি সালেংকা এলাকায় ঢালাইয়ের কাজ শেষ করে পিকআপ ভ্যানে করে এলেঙ্গার দিকে ফিরছিলাম। হঠাৎ বিপরীত দিক থেকে আসা কুঁড়া বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের ডানপাশে থাকা শ্রমিকরা ছিটকে সড়কে পড়ে যায় এবং গুরুতর আহত হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর সেনাবাহিনীর একটি গাড়ি সেখান দিয়ে যাওয়ার সময় তাদের সহায়তায় আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএস আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, মরদেহ দুটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফ সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় কবলিত গাড়িগুলো পাওয়া যায়নি। তবে স্থানীয়দের তথ্য ও হাসপাতালের সূত্রে দুইজন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।