টাঙ্গাইলে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
টাঙ্গাইলে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

“আমি কন্যা শিশু-স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যে সারাদেশের মতো টাঙ্গাইলেও বুধবার (৮ অক্টোবর) জাতীয় কন্যাশিশু দিবস- ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, টাঙ্গাইল-এর আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় কন্যাশিশু দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফা হক।

পরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি বায়ান্ননিউজ.কমওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আমরা এই সংবাদে কোনো প্রকার বিকৃতি, ভুল তথ্য সংযোজন বা বিভ্রান্তিকর পরিবর্তন করিনি। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।