মির্জাপুরে ট্রাকের ধাক্কায় অ্যাম্বুল্যান্সে থাকা রোগীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
মির্জাপুরে ট্রাকের ধাক্কায় অ্যাম্বুল্যান্সে থাকা রোগীর মৃত্যু

ঢাকা-যমুনাসেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুল্যান্সে ট্রাকের ধাক্কায় রোগী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অ্যাম্বুল্যান্সের চালকসহ তিনজন আহত হয়েছেন। আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় রোগী ও তার স্বজনদের নিয়ে দাঁড়ায় অ্যাম্বুল্যান্সটি। এ সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এদুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম আব্দুল্লাহ মোল্লা (২০)। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কামারদাহ গ্রামের আলম মোল্লার ছেলে।

গোড়াই হাইওয়ে পুলিশ জানায়, অসুস্থ আব্দুল্লাহকে নিয়ে তার স্বজনরা চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের ধেরুয়া এলাকায় নাসির গ্লাস কারখানার কাছে অ্যাম্বুল্যান্সটি দাঁড়ায়। সন্ধ্যা ৭টার দিকে পেছন থেকে একটি ট্রাক অ্যাম্বুল্যান্সটিকে ধাক্কা দিলে চালক ও অসুস্থ আব্দুল্লাহসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে আবদুল্লাহর মৃত্যু হয়। আহত তিনজনের চিকিৎসা চলছে।
হাইওয়ে পুলিশের এসআই আনিসুর রহমান সাংবাদিকদের জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছ হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

সংবাদটি বায়ান্ননিউজ.কমওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আমরা এই সংবাদে কোনো প্রকার বিকৃতি, ভুল তথ্য সংযোজন বা বিভ্রান্তিকর পরিবর্তন করিনি। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।