সাংবাদিক কাজল আর্য’র পিতার পরলোকগমন
অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
দৈনিক কালের কন্ঠ পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও সাউথ এশিয়ান টাইমসের স্টাফ রিপোর্টার কাজল আর্য’র পিতা মুকুল চন্দ্র আর্য পরলোকগমন করেছেন। তিনি রোববার বিকেলে জেলার কালিহাতীর নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ি গ্ৰামে নিজবাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালের তার বয়স হয়েছিল ৬২ বছর।
হৃদরোগে আক্রান্ত হয়ে অচেতন অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতেই নিজবাড়ীর পারিবারিক শ্মশানঘাটে তার সৎকার সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও একমেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছে। মুকুল চন্দ্র আর্যের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ নানা শ্রেণিপেশার মানুষ শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।





আপনার মতামত লিখুন
Array