ঘাটাইলে কীটনাশক পানে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
ঘাটাইলে কীটনাশক পানে যুবকের মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে কীটনাশক পানে মো: রাহাত (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সন্ধায় তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্থানীয় ইউপি সদস্য কুলসুম খাতুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাহাত উপজেলার রসুলপুর ইউনিয়নের সড়াবাড়ী চেগার নিবাসি সৌদিপ্রবাসি ফজর আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে রাহাত পারিবারিক কলহের জের ধরে ঘাস নিধনের কীটনাশক পান করে আত্মহত্যা করার চেষ্টা করে। পরবর্তীতে নিহতের পরিবার ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে সেখানে চিকিৎসকাধীন থাকা অবস্থায় আজ শনিবার সন্ধায় তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য কুলসুম খাতুন জানান, রাহাত গত বৃহস্পতিবার ঘাস ও আাগাছা নিধনের কীটনাশক পান করেছিলো। মংমনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকাধীন অবস্থায় আজ শনিবার তার মৃত্যু হয়েছে।

সংবাদটি দৈনিক প্রগতির আলোওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।