সখীপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
সখীপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

টাঙ্গাইলের সখীপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বীজ ও সার বিতরণ করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিয়ন্তা বর্মন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ইসমত আরা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ উলফাত জাহান প্রমুখ।

এ সময় ৪ হাজার ৫০০ জন কৃষকের মাঝে সরিষার বীজ, ১৫০ কৃষকের মাঝে গমের বীজ এবং ৬০ জন কৃষকের মাঝে সূর্যমুখীর বীজ বিতরণ করা হয়।

এছাড়াও প্রতিজন কৃষকের মাঝে ১০ কেজি পটাশ ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

ইএইচ

সংবাদটি দৈনিক আমার সংবাদওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আমরা এই সংবাদে কোনো প্রকার বিকৃতি, ভুল তথ্য সংযোজন বা বিভ্রান্তিকর পরিবর্তন করিনি। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।