ঘাটাইলে নানা আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
ঘাটাইলে নানা আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই স্লোগানকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা, সমবায় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মুল কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলার বিভিন্ন এলাকায় সমবায় সমিতির সদস্য ও অথিতিবৃন্দের অংশগ্রহণে একটি র‍্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে ঘাটাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

ঘাটাইল উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শাহীনুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম সঞ্চালনায় র‍্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ।

সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ বাহাউদ্দীন সারোয়ার রিজভী, পরিসংখ্যান অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান খান, বিআরডিবির চেয়ারম্যান হারুন অর রশীদ প্রমুখ। এ সময় উপজেলার সকল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি টাঙ্গাইলনিউজবিডি.কমওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।