মির্জাপুরে বিএনপির সভাপতির বাসা থেকে দুই মোটরসাইকেল চুরি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
মির্জাপুরে বিএনপির সভাপতির বাসা থেকে দুই মোটরসাইকেল চুরি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের বাসার কলাপসেবল গেট ভেঙ্গে চোরের দল দুটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে। সোমবার (৩ নভেম্বর) দিনগত রাত দুইটার দিকে উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের মধ্যপাড়া এলাকায় অ্যাডভোকেট আব্দুর রউফের চারতলা ভবনের নিচতলা থেকে এই চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোমবার (৩ নভেম্বর) রাতে সদরের পুষ্টকামুরী গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের চারতলা ভবনের নিচতলায় তার ছেলে ইসতিয়ার মাহাদী রুহেল আরওয়ান ফাইভ ও ভাড়াটিয়া রাসেল মিয়া এপাচি আরটিআর মোটরসাইকেল দুটি রাখেন।

রাত দুইটার দিকে চোরের দল ভবনের কলাপসেবল গেটের তালা ভেঙ্গে মোটরসাইকেল দুুটি চুরি করে। আরওয়ান ফাইভ মোটরসাইকেলের একটি চাকায় হাওয়া না থাকায় রউফের বাসার দুইশ’ গজ দুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীনের বাড়ির সামনে রেখে মেরামত করে চোরের দল। পরে মোটরসাইকেল দুটি নিয়ে চম্পট দেয় তারা। যা পাশের ভবনের সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে অ্যাডভোকেট আব্দুর রউফের ছেলে ইসতিয়ার মাহাদী রুহেল জানান, প্রতিদিনের ন্যায় সোমবার (৩ নভেম্বর) তার নিজের আরওয়ান ফাইভ ও ভাড়াটিয়া রাসেল মিয়ার এপাচি আরটিআর মোটরসাইকেল তাদের ভবনের নিচতলায় রাখেন। কলাপসেবল গেটে তালা ছিলো। চোরের দল রাত দুইটার দিকে তালা ভেঙ্গে মোটরসাইকেল দুটি চুরি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, মোটরসাইকেল দুটি উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি টাঙ্গাইলনিউজবিডি.কমওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।