মধুপুরে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
মধুপুরে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি উপজেলা কমিটির উদ্যোগে একটি বিশেষ দোয়া মাহফিল ও শোকরানা সভা করেছে।। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সন্ধ্যায় মধুপুর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, উপজেলা বিএনপির সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন।

দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তাগণ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে দলের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণের আহবান জানান। স্বপন ফকিরকে মনোনয়ন দেয়ায় দলের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও শোকরানা প্রকাশ করা হয়। শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ।

সংবাদটি শালবনবার্তা২৪.কমওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।