ঘাটাইলে স্বাধীন বাংলা মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
ঘাটাইলে স্বাধীন বাংলা মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইলে স্বাধীন বাংলা মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১২ সেপ্টেম্বর বিকাল ৫টায় বাইচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সূর্যসেনা স্পোটিং ক্লাব এ.কে. এম রওশন জামান (টিপু) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য এবং ঘাটাইল ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ মাইনূল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম রেজাউল করিম, বিআরডিবি চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন ধলাসহ ঘাটাইল ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

ফুটবল খেলায় কদমতলীকে হারিয়ে ০-১ গোলে এডভোকেট কাদের স্পোটিং ক্লাব দেউলাবাড়ি চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের মাঝে একটি ফ্রিজ ও পরাজিত দলের মাঝে বিতরণ করেন এলইডি স্মার্ট টিভি।

সংবাদটি সাপ্তাহিক জাহাজমারাওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।