প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

বাসাইলে নকল ব্যাটারি পানি উৎপাদন করায় জরিমানা

বায়ান্ন নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
বাসাইলে নকল ব্যাটারি পানি উৎপাদন করায় জরিমানা

টাঙ্গাইলের বাসাইলে অনুমোদন ব্যতীত বিভিন্ন ব্রান্ডের (Volvo, Hamko) ব্যাটারি পানি উৎপাদন ও প্রক্রিয়াকরণ করার অপরাধে নাছির এন্টারপ্রাইজের মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও এ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা পুলিশ টাঙ্গাইল সহযোগিতা করেন। এছাড়াও অবৈধ প্রসাধনী বিক্রয় করার অপরাধে একটি প্রতিষ্ঠান কে ৭ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত প্রসাধনী ধ্বংস করা হয়।

সংবাদটি খবরবাংলা২৪.কমওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।