দেলদুয়ারে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমুলক সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
দেলদুয়ারে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমুলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের দেলদুয়ারে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। দেলদুয়ার উপজেলা প্রশাসন সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ সভা আয়োজন করে। উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আরাফাত মোহাম্মদ নোমান।

সভায় সরকারি-বেসসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় সংগঠনসমুহের নেতৃবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার মন্দির কমিটির সভাপতি-সম্পাদক ও পূজারীরা উপস্থিত ছিলেন। সভায় পূজা উপলক্ষে আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সংবাদটি দৈনিক আমার দেশওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আমরা এই সংবাদে কোনো প্রকার বিকৃতি, ভুল তথ্য সংযোজন বা বিভ্রান্তিকর পরিবর্তন করিনি। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।