কালিহাতীতে মডেল মসজিদের কাজের কারণে সড়ক ভেঙে জনদুর্ভোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
কালিহাতীতে মডেল মসজিদের কাজের কারণে সড়ক ভেঙে জনদুর্ভোগ

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার প্রাণকেন্দ্রে উপজেলা পরিষদের পশ্চিম গেইটের কাছে প্রায় ৩০ মিটার পাকা সড়ক কর্দমাক্ত হয়ে পড়েছে। প্রতিদিন শতশত মানুষ উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স, স্কুল-কলেজসহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করলেও সড়কটি সংস্কারের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, সড়কের ক্ষতির মূল কারণ উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজ। নির্মাণ চলাকালে ভারী ট্রাক ও ঢালাই মিক্সার গাড়ির চলাচলে সড়কের উপরের অংশ উঠে গেছে। মসজিদের ছাদ ঢালাইয়ের সময় সিমেন্টের পানি সড়কে পড়ে কর্দমাক্ত সৃষ্টি করেছে।

এই সড়কের পাশেই রয়েছে দাখিল মাদ্রাসা, এতিমখানা, কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সড়কের বেহাল দশার কারণে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে প্রতিদিন ভোগান্তিতে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়রা জানান, শুধুমাত্র ৩০ মিটার পথই নয়, কালিহাতী মুন্সিপাড়া হাটখোলা থেকে কালিহাতী ডাকবাংলো পর্যন্ত ১৬০ মিটার, মুন্সিপাড়া থেকে সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে কালিহাতী বাসস্ট্যান্ড পর্যন্ত ৪৫০ মিটার, এবং পৌরসভার ঘুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কালিহাতী ফায়ার স্টেশন পর্যন্ত ৩৫০ মিটার রাস্তা ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং পথচারীও সীমাহীন দুর্ভোগে পড়ছেন।

কালিহাতী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানিয়েছেন, মডেল মসজিদের নির্মাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সড়ক সংস্কারের জন্য বলা হবে। এছাড়া অন্যান্য ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি খবরবাংলা২৪.কমওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।