নাগরপুরে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
নাগরপুরে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন

টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাদিম আহমেদ, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তরুজ্জামান বকুল, তদন্ত কর্মকর্তা আবদুল কদ্দূস, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনসুরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাঃ রাকিবুল ইসলাম লিন।

উদ্বোধনী দিনে নিবন্ধনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছরের শিশুদের টিকা প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম চলবে। এরপর ১ নভেম্বর থেকে ৯ নভেম্বর নাগরপুর উপজেলার বারটি ইউনিয়নের ওয়ার্ডে কমিউনিটি পর্যায়ে টিকাদান কর্মসূচি সম্পন্ন হবে।

সংবাদটি খবরবাংলা২৪.কমওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।